মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
প্রচ্ছদ্ধসর্বশেষসাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

spot_img
spot_img

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শুক্রবার সন্ধ্যায় বেইলি রোডের একটি বাসা থেকে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ইকবাল বাহারকে আটক করেছে। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবির যুগ্ম-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, ইকবাল বাহারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।

তাঁর বিরুদ্ধে কী অভিযোগ বা গ্রেপ্তার দেখানো হবে কিনা, তা ডিবি জানায়নি। জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

ইকবাল বাহার রাজারবাগ টেলিকমের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার ছিলেন। ২০২০ সালে তিনি অবসরে যান।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত