বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের সঙ্গে আলোচনায় বসার জন্য সরকার সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, রানিং স্টাফদের কিছু দাবি ইতোমধ্যে মেনে নেওয়া হয়েছে, আর বাকি দাবিগুলোর বিষয়ে আলোচনার পথ খোলা রয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছান রেল উপদেষ্টা। আন্দোলনের কারণে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ১০ ঘণ্টা পর তিনি যাত্রীদের সামনে আসেন। এ সময় রেল সচিব, ঢাকা বিভাগীয় রেল ব্যবস্থাপক, বিআরটিসি চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্রেন চলাচল বন্ধ থাকায় ক্ষুব্ধ যাত্রীরা উপদেষ্টার কাছে নিজেদের অসন্তোষ প্রকাশ করেন। উপদেষ্টা তাদের দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং জানান, যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। রেলের টিকিট দেখিয়ে যাত্রীরা এসব বাসে তাদের গন্তব্যে যেতে পারবেন।
উল্লেখ্য, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার রাত ১২টা থেকে কর্মবিরতি পালন করছেন রানিং স্টাফ ইউনিয়নের কর্মীরা। তাদের এই আন্দোলনের ফলে সারা দেশে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।