বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
প্রচ্ছদ্ধজাতীয়শেখ হাসিনা ও জয়ের সঙ্গে এবার আসামি এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান

শেখ হাসিনা ও জয়ের সঙ্গে এবার আসামি এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান

spot_img
spot_img

ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে এবার হত্যা মামলার আসামি করা হয়েছে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালকে।

গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে মারা যাওয়া মো. বেলাল হোসেন রাব্বির (২৬) মা জেসমিন আক্তার রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন। মামলায় মোট ২২ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণীতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা পোষণ করে আমার ছেলে বেলাল হোসেন রাব্বি (২৬) গত ৪ আগস্ট বাংলামটর মোড় এলাকায় অংশ নেয়। ছাত্র–জনতার আন্দোলন চলা অবস্থায় ওইদিন সাড়ে ৪টার দিকে বেলাল ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে। আন্দোলনে অংশগ্রহণকারী তার বন্ধু রিয়াজ তাকে ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করায়। পাঁচ দিন আইসিইউতে থাকার পর গত ৮ আগস্ট চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

২০১৩ সালে অনুমোদন পাওয়া নতুন ৯ ব্যাংকের একটি এনআরবিসি ব্যাংক। ব্যাংকটিতে স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য, ঋণ জালিয়াতি, এনজিওর সঙ্গে মিলে ঋণ দেওয়ার নামে অর্থ বের করে নেওয়াসহ বিভিন্ন অনিয়মের কারণে সংবাদের শিরোনাম হয়েছেন পারভেজ তমাল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে চলে গেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। এখনও ব্যাংকটিতে তার কর্তৃত্ব টিকিয়ে রাখতে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত