বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
প্রচ্ছদ্ধসংবাদশুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা, মুসল্লিদের আগমন শুরু

শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা, মুসল্লিদের আগমন শুরু

spot_img
spot_img

টঙ্গীর তুরাগ নদের তীরে আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হবে এ বছরের ৫৮তম আয়োজন, যেখানে অংশ নেবেন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকা শুরায়ী নেজামের তাবলীগ জামাতের সাথীরা।

প্রথম পর্বের ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন। যারা ইতোমধ্যে এসেছেন, তারা নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন।

এবারের বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে, যা পরিচালনা করবেন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকা শুরায়ী নেজামের তাবলীগ জামাত। প্রথম পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি এবং শেষ হবে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব, যা ৫ ফেব্রুয়ারির আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে।

প্রথম পর্বে গাজীপুর, টঙ্গী, ধামরাই, গাইবান্ধা, মিরপুর, কাকরাইল, নাটোর, মৌলভীবাজার, রাজশাহী, দোহার, ডেমরা, নড়াইল, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নবাবগঞ্জ, নীলফামারী, দিনাজপুর, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, পিরোজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজবাড়ীসহ মোট ৪১টি জেলা অংশ নেবে। ঢাকার একটি অংশও এই পর্বের অন্তর্ভুক্ত রয়েছে।

তাবলীগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, তাবলীগের কার্যক্রম ইসলামের একটি গুরুত্বপূর্ণ দাওয়াতি কাজ এবং ওলামায়ে কেরাম এ কাজের মূল পথপ্রদর্শক। ধর্মপ্রাণ মুসল্লিরা ওলামায়ে কেরামের দিকনির্দেশনায় তাবলীগের কাজে যুক্ত হতে চান। আগত মুসল্লিদের সংখ্যা এত বেশি যে, ১৬০ একর আয়তনের টঙ্গী ইজতেমা মাঠ তাদের জন্য পর্যাপ্ত না হওয়ায় স্থান সঙ্কটের সৃষ্টি হয়।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত