চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেফতার করে পুলিশ। রবিবার (১০ মে) রাত ১০ টার দিকে তাকে নগরীর বহদ্দারহাট বারৈয়পাড়ার একটি বাসা থেকে গ্রেফতার।
এ সময় বেসরকারি এক টেলিভিশনের সাংবাদিক তামান্নার কাছে সাজ্জাদ শিবির করে নাকি বিএনপি তা জানতে চাইলে। তামান্না বলেন, সাজ্জাদ শিবির এর না বিএনপি করে রাজনীতির সাথে জড়িত।
এ সময় তাকে গ্রেফতার কেন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি জোড়া খুনের মামলায় জামিনে আছি আপনারা চাইলে আমি কাগজ দেখাতে পারি কিন্তু তারা এখন আমাকে কেন আনছে আমি জানি না। আমাকে কারাগারে কেন পাঠাবে।
এ সময় সাজ্জাদ জোড়া খুনে জড়িত কিনা জানতে চাইলে সে জানান, সে তো রিমান্ডে ছিল ডিবি হেফাজতে সে কিভাবে জড়িত থাকবে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ। গ্রেপ্তারের দুই সপ্তাহ পর, ২৯ মার্চ দিবাগত রাত সোয়া ২টার দিকে চট্টগ্রামের বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় একটি প্রাইভেটকারে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হন।
এই জোড়া খুনের ঘটনায় ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাজ্জাদ ও তাঁর স্ত্রী শারমিন তামান্নাসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়।
বর্তমানে কারাবন্দি সাজ্জাদ, যিনি ছোট সাজ্জাদ নামে পরিচিত, বায়েজিদ বোস্তামী থানার হাটহাজারীর শিকারপুর এলাকার মো. জামালের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ অন্তত দুই ডজন মামলা রয়েছে।
এই মামলার তদন্ত চলমান রয়েছে, এবং পুলিশ আসামিদের গ্রেপ্তার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য কাজ করছে।

স্টাফ রিপোর্টার,
বাংলা আপডেট