বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরা পুলিশ কর্মকর্তা মো. আরশাদ হোসেনকে আটক করা হয়েছে।
ঘটনার সময় তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় অপারেশন পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তবে, তার এ কর্মকাণ্ডের পরপরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
ডিএমপি’র এক আদেশে উল্লেখ করা হয় যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচিতে শিক্ষার্থীর মুখ চেপে ধরার ঘটনা পুলিশের পেশাদারিত্বের বিরুদ্ধে গেছে এবং এর ফলে জনগণের মধ্যে পুলিশের প্রতি নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। এ কারণেই তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও, পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানায় ডিএমপি।