শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
প্রচ্ছদ্ধশিক্ষাশিক্ষার্থীদের আন্দোলনের চাপে ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ বদলি

শিক্ষার্থীদের আন্দোলনের চাপে ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ বদলি

spot_img
spot_img

শিক্ষার্থীদের জোরালো আন্দোলন ও দাবির মুখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের (ডিপিআই) অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাহেলা পারভিনকে।

বুধবার (১৬ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের এই বিভাগের অধীনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সাহেলা পারভিনকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে বুধবার সারা দিন ছয় দফা দাবি নিয়ে দেশের বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এর অংশ হিসেবে তারা বৃহস্পতিবার সারাদেশে একযোগে অসহযোগ আন্দোলনের মাধ্যমে রেলপথ অবরোধের ঘোষণা দেন। এই নতুন কর্মসূচি ঘোষণার পর রাতে তারা সড়ক ছেড়ে যান। আন্দোলনের সময় শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে মোস্তাফিজুরকে সরানো হলো।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত