বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
প্রচ্ছদ্ধসংবাদশহিদ মাহবুব এর বাসায় জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম

শহিদ মাহবুব এর বাসায় জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম

spot_img
spot_img

ঈদের শুভেচ্ছা বিনিময় ও পরিবারের বর্তমান পরিস্থিতির খোজ খবর নিতে ঈদের দিন সকালে জুলাই অভ্যুত্থানে শহিদ মাহবুবের বাসায় যান জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম এর প্রতিনিধিরা।

সোমবার (৩১ মার্চ) ঈদের নামাজ শেষে বেলা ১১ টা ৩০ এ তাদের খোজ খবর নিতে তাদের হামজারবাগস্থ বাসায় যান তারা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মহানগর সংগঠক মোহাম্মদ ইরফানুল হক, রাফসান জানি, আশফাকুর রশিদ রাফি, রাকিব এবং জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মিডিয়া উইং এর সংগঠক আরফাত আহমেদ রনি।

এ সময় শহিদ মাহবুব এর বড় ভাই হাসান মাহমুদ জাতীয় নাগরিক পার্টির কাছে আশাবাদ ব্যক্ত করে বলেন, এখন নতুন বাংলাদেশ আপনাদেরেই গড়তে হবে। শহিদদের হত্যার বিচার করা ছাড়া আপনারা ঘরে ফিরবেন না আর সদা সর্বতা অভ্যুত্থানে আহতদের খোজ খবর নিবেন। আপনাদের কাছে একজন শহিদের ভাই হিসেবে এই কামনা থাকবে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত