বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫
প্রচ্ছদ্ধসারাদেশলালমনিরহাটে সুরঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির প্রচেষ্টা

লালমনিরহাটে সুরঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির প্রচেষ্টা

spot_img
spot_img

লালমনিরহাটে সোনালী ব্যাংকের একটি শাখায় সুরঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের সতর্কতায় তারা পালিয়ে যেতে বাধ্য হয়।

সোমবার (২৭ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার বড়বাড়ি এলাকার সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংকের কোনো অর্থ বা সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ এবং ব্যাংক কর্তৃপক্ষ।

স্থানীয়দের ভাষ্যমতে, ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুরঙ্গ খুঁড়ে ভেতরে ঢোকার চেষ্টা করা হয়। কিন্তু ব্যাংকের পিয়নের সতর্কতায় বিষয়টি ধরা পড়ে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় ব্যাংকের কোনো সম্পদ খোয়া গেছে কি না, তা নিয়ে তদন্ত চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন জানিয়েছেন, ব্যাংকের অর্থ বা অন্য কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা নির্ধারণে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ তদন্ত করছে।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত