লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ও বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলা হয়েছে। এতে তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে রোববার (৩০ মার্চ) রাত সাড়ে দশটার দিকে রামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকজন বিক্ষোভ মিছিল করেছে।
এর আগে সন্ধ্যায় উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে তার বাড়িতে এই হামলা হয়। মিছিল থেকে আন্দোলনকারীরা হামলাকারীদের ধরার দাবি জানিয়েছে। বাচ্চু মোল্লা ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বিএনপি ও ছাত্রদলের কিছু লোক ছাত্রলীগের উপজেলা সহ-সভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলা করে। বাচ্চু মোল্লা তখন বাধা দেন। বাচ্চু আর মঞ্জু চাচা-ভাতিজা। বাধা দেওয়ায় কিছু লোক রেগে গিয়ে বাচ্চুকে মারে। এতে তার হাতে চোট লাগে। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এখন তিনি বাড়িতে আছেন।
ঘটনা জানতে বাচ্চু মোল্লার ফোনে কল করা হলে তার মেয়ে ফোন ধরেন। তিনি নাম বলেননি। তার কথায়, বাচ্চু এখন ভালো আছেন এবং বাড়িতে রয়েছেন।
রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, ‘বাচ্চু মোল্লার বাড়ির সামনে দুই দলের মধ্যে ঝগড়া হয়। তিনি তাদের শান্ত করতে চেষ্টা করেন। কিন্তু এক দল রেগে গিয়ে তাকে মারে। হাতে চোট পেয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। আমি হাসপাতালে গিয়েছিলাম। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। থানায় কেউ অভিযোগ করেনি। মিছিলের সময় তিনি হাসপাতালে ছিলেন।’
