মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫
প্রচ্ছদ্ধঅর্থনীতিরমজান উপলক্ষ্যে ফেব্রুয়ারি থেকে বিশেষ ওএমএস র চাল বিক্রি

রমজান উপলক্ষ্যে ফেব্রুয়ারি থেকে বিশেষ ওএমএস র চাল বিক্রি

spot_img
spot_img

রমজান উপলক্ষ্যে ফেব্রুয়ারি মাস থেকে বিশেষ ওএমএস (খোলা বাজার) কর্মসূচির মাধ্যমে চাল বিক্রির ব্যবস্থা করা হবে।

খাদ্য মন্ত্রণালয় মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এই কর্মসূচির আওতায় তিনটি পার্বত্য জেলাসহ দেশের ৬৪ জেলার ৮৪৮টি কেন্দ্রে চাল বিক্রি করা হবে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো রমজান মাসে নিম্ন আয়ের মানুষদের সুলভ মূল্যে চাল সরবরাহ নিশ্চিত করা। আগামী ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হবে। ৬১টি জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন তিন মেট্রিক টন এবং তিনটি পার্বত্য জেলার ২৩টি উপজেলায় প্রতিদিন এক মেট্রিক টন করে চাল বিক্রি করা হবে। এভাবে মোট ৪২৪টি উপজেলার ৮৪৮টি কেন্দ্রে চাল বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলাম জানান, ওএমএস (সাধারণ) কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, ৮টি সিটি কর্পোরেশন এবং শ্রমঘন ৪টি জেলা (ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর) এর ৯০৬টি কেন্দ্রে দৈনিক ১ মেট্রিক টন করে চাল বিক্রি করা হবে। সচিবালয় কেন্দ্রে দৈনিক ২ মেট্রিক টন চাল বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে জনপ্রতি পাঁচ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করা হবে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত