বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
প্রচ্ছদ্ধসড়ক ও যোগাযোগ ব্যবস্থাপনামেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু হবে শিগগিরই

মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু হবে শিগগিরই

spot_img
spot_img

চলতি অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু হতে পারে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মঙ্গলবার (৮ অক্টোবর) এক বৈঠকের পর ডিএমটিসিএল কোম্পানি সেক্রেটারি খোন্দকার এহতেশামুল কবির বলেন, ‌এ মাসের মধ্যে মিরপুর-১০ স্টেশন আবার চালুর চেষ্টা চলছে। আশা করা হচ্ছে, এটি অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে আবারও চালু হবে। এজন্য আগামী ১১-১২ অক্টোবরের পর পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশ বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা। আগুনের কালো ধোঁয়া মেট্রোরেল পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ওইদিন বিকালে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৯ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেল বন্ধ ছিল। ওইদিন বিকালে মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশন ভাঙচুরের ঘটনা ঘটে। এতে স্টেশন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ব্যবহার বন্ধ রাখতে হয়।

জুলাইয়ে এই দুই স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার পর তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, এক বছরের মধ্যেও স্টেশন দুটি চালু করা সম্ভব হবে না।

তবে প্রায় মাসখানেক বন্ধ থাকার পর ২৫ আগস্ট মেট্রো চলাচল শুরু হয় এবং ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু হয়।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত