বাংলাদেশের জুলাই আন্দোলনের ঘটনা এবার জায়গা করে নিয়েছে মেক্সিকোর নামকরা ম্যাগাজিনে। স্প্যানিশ ভাষায় প্রকাশিত মেক্সিকোর বহুল জনপ্রিয় কূটনৈতিক ম্যাগাজিন ‘মুন্ডো’ তার কভার স্টোরিতে তুলে ধরেছে বাংলাদেশের ছাত্র-জনতার অটল প্রতিবাদ আর সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পের কাহিনি।
এছাড়া ম্যাগাজিনটিতে প্রকাশিত হয়েছে আন্তর্জাতিকভাবে বিশ্বজুড়ে পরিচিত সাংবাদিক ও বর্তমানে সিনিয়র সচিব পদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর একটি বিস্তারিত সাক্ষাৎকার।
গত বুধবার (৯ এপ্রিল) মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার ফেসবুক পেজে ম্যাগাজিনটির কয়েকটি পৃষ্ঠার ছবি পোস্ট করেন। তিনি লেখেন, মেক্সিকোর প্রভাবশালী কূটনৈতিক ম্যাগাজিন ‘মুন্ডো’র কভারে স্প্যানিশ ভাষায় প্রকাশিত হয়েছে বাংলাদেশের অদম্য সংগ্রাম ও ভবিষ্যৎ সম্ভাবনার চমকপ্রদ গল্প।
ম্যাগাজিনের কভারে জাতীয় সংসদ ভবনের সামনে গত ৫ আগস্টের একটি দৃশ্য ফুটে উঠেছে। ৬৪ পৃষ্ঠার এই ম্যাগাজিনের প্রায় এক-তৃতীয়াংশ জুড়ে রয়েছে জুলাই আন্দোলন এবং এর পরবর্তী সময়ে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রতিবেদন।
স্প্যানিশ ভাষার জনপ্রিয় এই ম্যাগাজিন ‘মুন্ডো’ গত ৩৫ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে। ত্রৈমাসিকভাবে প্রকাশিত এই পত্রিকায় নিয়মিত বিশ্বের বিভিন্ন খবর ও বিশ্লেষণ তুলে ধরা হয়।
