সোমবার, আগস্ট ১৮, ২০২৫
প্রচ্ছদ্ধজাতীয়মাইলস্টোন ট্রাজেডি স্মরণে চট্টগ্রাম বিজেপির দোয়া ও মিলাদ মাহফিল

মাইলস্টোন ট্রাজেডি স্মরণে চট্টগ্রাম বিজেপির দোয়া ও মিলাদ মাহফিল

spot_img
spot_img

গত ২১ জুলাই’২৫, সোমবার – রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় ইছালে সওয়াবের উদ্দেশ্যে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ‘দোয়া ও মিলাদ মাহফিল’ – এর আয়োজন করেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নেতৃত্বাধীন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চট্টগ্রাম জেলা শাখা।

বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের অন্যতম সংগঠক এস এম ইকরাম হোসাইনের সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরীর মুরাদপুরস্থ আলমগীর খানকাহ শরীফে এই মাহফিল আয়োজিত হয়।

আয়োজন বিষয়ে শেখ মোহাম্মদ ইকরাম হোসাইন বলেন, দুর্ঘটনার দিন পুরোটাসময় অস্থিরতায় কেটেছে। যেমনটি সীতাকুণ্ড ট্রাজেডিতে আমিসহ চট্টগ্রামবাসী সর্বোচ্চ মানবিকতার পরিচয় দিয়েছিলাম আমরা, ঠিক তেমনভাবে মাইলস্টোনের নিষ্পাপ প্রাণগুলোর পাশে দাঁড়াতে চাইলেও তা সম্ভব হয়নি — এই ব্যর্থতা হৃদয়কে পোড়ায়। তাই দূরত্ব আমাদের অন্তরায় হলেও মহান রবের কাছে দোয়াই একমাত্র উপায়।
যখন অন্য রাজনৈতিক দলগুলো শোকের মাঝেও শোডাউন, ভোটের রাজনীতি আর ক্রেডিটবাজিতে ব্যস্ত, আমরা অন্তত মানবিক দায়বোধ থেকে নীরবে কিছু করার চেষ্টা করেছি মাত্র, কবুল করার মালিক মহান রাব্বুল আলামিন।

এসময় অন্যান্য সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল তালুকদার, জসীম উদ্দিন, মাসুদুজ্জামান, শওকত আলী, সোলাইমান, হাবিনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত