শুক্রবার, মে ৯, ২০২৫
প্রচ্ছদ্ধআন্তর্জাতিকভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

spot_img
spot_img

জাতিসংঘের ঘোষিত সন্ত্রাসী মাওলানা মাসুদ আজহার জানিয়েছেন, পাকিস্তানের বাহাওয়ালপুরে সুবাহান আল্লাহ মসজিদে ভারতের হামলায় তাঁর পরিবারের ১০ সদস্য এবং চার ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মাসুদ আজহারের নেতৃত্বাধীন জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ (জেইএম) বুধবার (৭ মে) এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে ছিলেন মাসুদের বড় বোন ও তাঁর স্বামী, এক ভাতিজা ও তাঁর স্ত্রী, এক ভাগ্নি এবং পরিবারের আরও পাঁচ শিশু। এছাড়া, মাসুদের তিন ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের একজনের মা এই হামলায় নিহত হয়েছেন।

জেইএম ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতশাসিত কাশ্মীরে একটি আত্মঘাতী হামলা চালিয়েছিল, যাতে ৪০ ভারতীয় সৈন্য নিহত হয়। এই ঘটনা ভারত ও পাকিস্তানকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এই পরিস্থিতি এখন পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ভারত পাকিস্তানে হামলা চালায়, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত