সোমবার, আগস্ট ১৮, ২০২৫
প্রচ্ছদ্ধআন্তর্জাতিকভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

spot_img
spot_img

রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি এক নির্বাহী আদেশে এই শুল্ক আরোপে স্বাক্ষর করেন। ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্কের হার বেড়ে দাঁড়াল ৫০ শতাংশে।

ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, রাশিয়া থেকে তেল আমদানির জরিমানাস্বরূপ এই নতুন শুল্ক আগামী তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে। এর ফলে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া ২৫ শতাংশ শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হবে।

তবে নির্দিষ্ট খাত যেমন মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ছাড় বহাল থাকবে। এছাড়া ওষুধসহ সংবেদনশীল খাতে প্রভাব ফেলতে পারে এমন পণ্য আপাতত ছাড় পাবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক ৫০ শতাংশে দাঁড়াল, যা চীনের তুলনায় ২০ ও পাকিস্তানের চেয়ে ২১ শতাংশ বেশি।

বুধবার সকালে সই করা নির্বাহী আদেশে ট্রাম্প লেখেন, ‘‘আমি দেখতে পাচ্ছি, ভারত সরকার সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে… আমার মতে, ভারতীয় পণ্যের ওপর অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ প্রয়োজন।’’

দুই দেশের বাণিজ্য নিয়ে ক্ষোভ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। এক মার্কিন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ভারত ভালো বাণিজ্য অংশীদার নয়… তারা আমাদের সঙ্গে প্রচুর ব্যবসা করে… আমরা ২৫ শতাংশে স্থির ছিলাম… কিন্তু আমি মনে করি, আগামী ২৪ ঘণ্টায় তা আরও বাড়িয়ে দেব। কারণ, তারা রাশিয়া থেকে তেল কিনছে।’’

এর আগে, গত ৩০ জুলাই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম আমদানির কারণে ভারতকে ২৫ শতাংশের পাশাপাশি অতিরিক্ত জরিমানা শুল্কও দিতে হবে।

ভারতের ওপর জরিমানা শুল্ক আরোপের নির্ধারিত সময়সীমার ৪৮ ঘণ্টা আগেই ট্রাম্প অতিরিক্ত শুল্ক আরোপ করেন। গত এপ্রিল মাসে একাধিক বাণিজ্য অংশীদারের ওপর পারস্পরিক শুল্ক আরোপের সময়সীমা নির্ধারণ করেছিলেন তিনি, যদিও তখন আলোচনার সুযোগ রেখে তা স্থগিত করা হয়।

ট্রাম্প বলেন, ভারতের কিছু কঠোর ও বিরক্তিকর অ-আর্থিক বাণিজ্য প্রতিবন্ধকতা রয়েছে। তিনি আরও বলেন, ভারত আমাদের বন্ধু হলেও এত বছরেও আমরা তাদের সঙ্গে তুলনামূলকভাবে কম বাণিজ্য করেছি, কারণ তাদের শুল্ক বিশ্বে অন্যতম সর্বোচ্চ এবং তারা জটিল বাণিজ্য প্রতিবন্ধকতা তৈরি করেছে।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘‘অনেক পশ্চিমা দেশ এখনও রাশিয়া থেকে পণ্য আমদানি করছে। এমনকি যুক্তরাষ্ট্রও রুশ পণ্য আমদানি করে থাকে।’’

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত