চট্টগ্রাম মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য ৩১৫ সদস্যের এই কমিটি কাজ করবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগরের নতুন কমিটির আহ্বায়ক মনোনীত করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিজাউর রহমানকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই আরিফ মাইনুদ্দিন। সদস্য সচিব মনোনীত হয়েছেন সরকারি সিটি কলেজের নিজাম উদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির রাশেদুল আলম।
মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম কলেজের ফাতেমা খানম লিজা। নতুন কমিটির মুখ্য সংগঠক মনোনীত করা হয়েছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির তাওসিফ ইমরোজকে। যুগ্ম মুখ্য সংগঠক হয়েছেন সাউদার্ন ইউনিভার্সিটির ফরহাদ বিন হাবিব ইমন।
চট্টগ্রাম মহানগরের নতুন কমিটিতে সংগঠক হিসেবে রয়েছেন মোট ৫৮ জন এবং সদস্য হিসেবে আছেন ২০০ জন।
২৪ জন যুগ্ম আহ্বায়ক:
মাহমুদুল হাসান মধু (চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি), মোহাম্মদ জোবায়ের (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), জসীম উদ্দিন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), রিদুয়ান সিদ্দীকী (বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়), তানভীর শরীফ (চট্টগ্রাম কলেজ), আলী আশরাফ (চট্টগ্রাম কলেজ), হামিম আবদুল্লাহ (চট্টগ্রাম কলেজ), আমিন আল রাজি (আইআইইউসি), মিনহাজ উদ্দিন (আইআইইউসি), তারেক হোসেন (প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়), মুহাম্মদ শহিদুল্লাহ (মহসিন কলেজ), আব্দুল কাদের (বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা), ইয়াসিন আরাফাত (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), হাবিবুল কবির সায়েদ (সাউদার্ন ইউনিভার্সিটি), সাইফুল ইসলাম (মোস্তফা হাকিম কলেজ), আরাফাত চৌধুরী শিবলু (চট্টগ্রাম কলেজ), চৌধুরী সিয়াম ইলাহি (আইআইইউসি), আরমান শাহরিয়ার সৌরভ (আইআইইউসি), নাছির উদ্দিন (চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ), মিফতাহুল জান্নাত শিফা (চট্টগ্রাম মেডিকেল কলেজ), মুমতাহিনা পিয়া (বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়), জানে আক্তার জেনিফার (আইআইইউসি), সাইফুর রহমান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), মিসকাত সিকদার (ইসলামিয়া কলেজ)
২৬ জন যুগ্ম সদস্য সচিব:
আরমান শাহরিয়ার শৌরভ (আইআইইউসি), নবাব সলিম উল্লাহ পাপ্পু (চট্টগ্রাম সরকারি সিটি কলেজ), মোঃ এনামুল হক (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), সুলতানুল আরেফিন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), মো. মাইনুল হাসান (চট্টগ্রাম সরকারি মহসিন কলেজ), ইফতেখার হোছাইন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), মাশফিকুর রহমান তুর্জয় (চট্টগ্রাম আন্তর্জাতিক মেডিক্যাল কলেজ), মোসদালিফা অভি (মহসিন কলেজ), ফাবিউন্নেছা ফাবিহা (ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি), মোহাম্মদ তাওসিফ ইমরোজ (ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি), মো. রিয়াদুল ইসলাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), শাহরিয়ার তাহসিন (চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটি), রিয়াজ মোহাম্মদ সাকিব (ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি)ো সাজ্জাদ হোসাইন (আইআইইউসি), ওমর ফারুক সালমান (আইআইইউসি), মুহাম্মাদ ফোরকান (চট্টগ্রাম কলেজ), রাশদান (ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি), বায়াত উল্লাহ বায়াত (প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়), আছির হামিম ইশমাম (সরকারি সিটি কলেজ), রাহাদুল ইসলাম (সরকারি সিটি কলেজ), হিজবুল্লাহ আল মুজাহিদ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), সাখাওয়াত কবির চৌধুরী (ইসলামিয়া কলেজ), মোহাম্মদ আমান উল্লাহ (সরকারি সিটি কলেজ), শাহরিয়ার হোসেন (বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি), সৈয়দ নুর (ওমর গণি এমইএস কলেজ), সোহান তানজিম (সুইডিস পলিটেকনিক ইনস্টিটিউট)
কমিটিতে আরও সংগঠক বা সদস্য অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা— এমন প্রশ্নের জবাবে নতুন কমিটির আহ্বায়ক রিজাউর রহমান বলেন, ‘হয়তো আরও সংযোজন হতে পারে
