শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
প্রচ্ছদ্ধআন্তর্জাতিকবিশ্ব শক্তিগুলোর লজ্জাজনক ব্যর্থতা’ বললেন পোপ

বিশ্ব শক্তিগুলোর লজ্জাজনক ব্যর্থতা’ বললেন পোপ

spot_img
spot_img

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের অক্ষমতার সমালোচনা করেছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। সোমবার (৭ অক্টোবর) এক খোলা চিঠিতে তিনি মধ্যপ্রাচ্যে ঘটে চলা সংঘাতকে ‘বিশ্ব শক্তিগুলোর লজ্জাজনক ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছেন।

মধ্যপ্রাচ্যের ক্যাথলিকদের উদ্দেশে লেখা এই চিঠিতে তিনি বলেন, এক বছর আগে ঘৃণার ফিউজ জ্বলে ওঠে। এটি এখনো শেষ হয়নি, বরং সহিংসতা চক্রাকারে বিস্ফোরিত হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায় এবং সবচেয়ে শক্তিশালী দেশগুলো অস্ত্র পাঠানো বন্ধ করতে এবং যুদ্ধের ট্র্যাজেডির অবসান ঘটাতে লজ্জাজনক অক্ষমতা দেখিয়েছে বলেও উল্লেখ করেন পোপ।

শীর্ষ এই ধর্মগুরু বলেন, দেখে মনে হচ্ছে খুব কম লোকই সবচেয়ে বেশি যা প্রয়োজন- কাঙ্ক্ষিত সংলাপ এবং শান্তি সম্পর্কে চিন্তা করে। এখনো রক্ত ঝরছে, যেমন অশ্রু ঝরছে। প্রতিশোধের আকাঙ্ক্ষার সাথে সাথে ক্রোধও বাড়ছে।

তিনি বলেন, ইতিহাস প্রমাণ করে, সহিংসতা কখনো শান্তি বয়ে আনে না। কিন্তু বছরের পর বছর সংঘাত আমাদের কিছুই শিক্ষা দেয়নি বলে মনে হচ্ছে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক পাঠিত