শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
প্রচ্ছদ্ধআন্তর্জাতিকবিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস

spot_img
spot_img

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছেন। বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।

বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা আগামীকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা হবেন।

ড. খলিলুর রহমান বলেছেন, এই সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা হতে পারে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হওয়ায় সব দেশের নেতাদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলা জরুরি।

সম্মেলনের প্রথম দিন প্রধান উপদেষ্টা যুব সম্মেলনে অংশ নেবেন। পরের দিন তিনি সম্মেলনে বক্তৃতা দেবেন। এ ছাড়া বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলাদা আলোচনা করবেন। সম্মেলনে তিনটি সমঝোতা চুক্তি ও কাগজে সই হওয়ার কথা আছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আর ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।

বিমসটেক মানে ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’। বাংলায় এটাকে বলা যায় ‘বঙ্গোপসাগর অঞ্চলে বহুক্ষেত্রে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ’। এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ নিয়ে গঠিত একটি আঞ্চলিক সংগঠন।

১৯৯৭ সালের ৬ জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা আর থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকে এই নতুন আঞ্চলিক জোট তৈরি হয়। সভায় অংশ নেওয়া দেশগুলোর নামের প্রথম অক্ষর দিয়ে এর নামকরণ করা হয়।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত