মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫
প্রচ্ছদ্ধরাজনীতিবিপ্লবীদের নতুর রাজনৈতিক দলের নাম "জাতীয় নাগরিক পার্টি"

বিপ্লবীদের নতুর রাজনৈতিক দলের নাম “জাতীয় নাগরিক পার্টি”

spot_img
spot_img

ছাত্র-জনতার আন্দোলনের পর থেকেই আলোচনা চলতে থাকে নতুন একটি রাজনৈতিক দলের। প্রথম দিকে রাজনিতিতে না এসে নতুন ধারা একটি বন্দোবস্ত করার ভাবনা নিয়ে গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি। কিন্তু সময়ের সাথে সাথে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে বিপ্লবীদের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল প্রয়োজন হওয়ায় আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র রা ঘোষনা করেন নতুন রাজনৈতিক দলের।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানির মানিক মিয়া এভিনিউতে নতুন রাজনৈতিক দলের ঘোষনা আসার কথা চুড়ান্ত হওয়ার পরে।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সেই দলের নাম ঘোষনা করেন জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য ও সংগঠক সারজিস আলম।

সামাজিক যোগাযোগ ফেসবুকে একটি পোস্টে দিনি দলের নাম টি ঘোষনা করে লিখেন, জাতীয় নাগরিক পার্টি National Citizen Party (NCP).

সেইসাথে ঢাকায় আগত দলের সকল নব্য কর্মিদের তিনি নির্দেশ দিয়ে বলেন, আগামীকাল সারা বাংলাদেশ থেকে এই নামে ব্যানার আসবে। এই নামে মুখরিত হোক বাংলাদেশ।

এ ছাড়াও দলের শীর্ষ ৫ টি পদও চুড়ান্ত হয়েছে বলে জানা যায়, তরুণদের রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী , হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে, সেগুলো নিশ্চিত করেছেন।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত