বুধবার, মার্চ ১২, ২০২৫
প্রচ্ছদ্ধজাতীয়বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান আর নেই

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান আর নেই

spot_img
spot_img

বীর মুক্তিযোদ্ধা, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে অসুস্থতা অনুভব করায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালী আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০১ সালের নির্বাচনে জয়ী হয়ে খাদ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে যুক্ত হন। তিনি মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ছাত্রজীবন শেষে মওলানা ভাসানীর নেতৃত্বে শ্রমিক রাজনীতিতে যুক্ত হন এবং পূর্ববাংলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি ন্যাপের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এরপর ১৯৮১ সালে জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপিতে যোগ দেন এবং চট্টগ্রামের রাউজান ও কোতোয়ালি আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি বিএনপি সরকারের বিভিন্ন মন্ত্রিসভায় খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত