বুধবার, মার্চ ১২, ২০২৫
প্রচ্ছদ্ধসংবাদবনানীতে লরির ধাক্কায় দুই পোশাকশ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ

বনানীতে লরির ধাক্কায় দুই পোশাকশ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ

spot_img
spot_img

রাজধানীর বনানীতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই পোশাকশ্রমিক। এই ঘটনার প্রতিবাদে নিহতদের সহকর্মীরা সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দিয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, সোমবার (১০ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, নিহতদের মধ্যে একজন নারী পোশাকশ্রমিক, যার নাম সুমাইয়া আক্তার (১৯-২০)। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুক পেজে জানানো হয়, সোমবার সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউ-টার্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে কোন গাড়িটি এতে জড়িত, তা এখনো চিহ্নিত করা যায়নি। দুর্ঘটনার পর ক্ষুব্ধ পোশাকশ্রমিকরা সড়কের দুই পাশ অবরোধ করেন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যান চলাচল বন্ধ করে দেন।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত