ভারত পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর পাকিস্তানও পালটা হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই পাকিস্তান দাবি করেছে, ভারতীয় সেনাবাহিনী সীমান্তে সাদা পতাকা উত্তোলন করেছে, যা আত্মসমর্পণ বা যুদ্ধবিরতির আন্তর্জাতিক প্রতীক। বুধবার (৭ মে) আল জাজিরা এবং সামা টিভি এই তথ্য জানিয়েছে।
পাকিস্তানের উচ্চপদস্থ নিরাপত্তা সূত্র জানায়, পাকিস্তানি বাহিনী শক্তিশালী প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে, যার ফলে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় একাধিক সামরিক চৌকিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে চোরা কমপ্লেক্সে ভারতীয় বাহিনী সাদা পতাকা উড়িয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা জানান, পাকিস্তানি বাহিনী ভারতের প্রতিটি উস্কানির জবাব দিচ্ছে।
পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সরকার এই দাবি প্রকাশ করেছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এক্সে বলেছেন, “প্রথমে তারা তদন্ত থেকে পালিয়েছে, এখন যুদ্ধের মাঠ থেকে পালিয়েছে।” তবে, আল জাজিরা জানিয়েছে, তারা এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এদিকে, পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল, একটি মিগ-২৯ এবং একটি সু-৩০ রয়েছে। তিনি জানান, এই বিমানগুলো ভারতের আকাশসীমায় গুলি করে ফেলা হয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর সব বিমান নিরাপদ রয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও নিশ্চিত করেছেন, ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। নিয়ন্ত্রণ রেখায় তীব্র গোলাগুলি চলছে বলেও তিনি জানান।
জিও নিউজকে দেশটির একাধিক নিরাপত্তা সূত্র জানায়, পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল, একটি মিগ-২৯ এবং একটি সু-৩০ ফাইটার জেট রয়েছে।
