বুধবার, মার্চ ১২, ২০২৫
প্রচ্ছদ্ধরাজনীতিপদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ, যোগ দিচ্ছেন নতুন দলে

পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ, যোগ দিচ্ছেন নতুন দলে

spot_img
spot_img

নতুন রাজনৈতিক দলে যোগ দিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত কয়েকদিন ধরে নাহিদ ইসলামের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের গুঞ্জন চলছিল। তিনি নিজেও একাধিকবার ইঙ্গিত দিয়েছিলেন যে, শিগগিরই পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দেবেন। আজ তার পদত্যাগের মাধ্যমে সেই জল্পনা অনেকটাই সত্যি হলো।

নাহিদ ইসলাম দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন এই রাজনৈতিক দলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ধারণা করা হচ্ছে, তাকে দলের আহ্বায়ক করা হতে পারে।

আগামী ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত