মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
প্রচ্ছদ্ধসারাদেশনোয়াখালীতে ‘তান্ডব’ সিনেমার পাইরেসির মূল কারিগর গ্রেপ্তার

নোয়াখালীতে ‘তান্ডব’ সিনেমার পাইরেসির মূল কারিগর গ্রেপ্তার

spot_img
spot_img

নোয়াখালীতে ‘তান্ডব’ সিনেমার পাইরেসির মূল পরিকল্পনাকারী টিপু সুলতানকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করেছে। এই চলচ্চিত্রটি সম্প্রতি মুক্তি পেয়েছে।

মঙ্গলবার রাতে মাইজদী শহরের মোহাম্মদিয়া হোটেলের কাছ থেকে তাকে ধরা হয়। ঢাকার বনানী থানায় দায়ের করা একটি মামলার জন্য তাকে হস্তান্তর করা হবে।

টিপু সুলতান বেগমগঞ্জের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ‘তান্ডব’ মুক্তির পরপরই এর উচ্চমানের পাইরেটেড কপি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যা চলচ্চিত্র শিল্পের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এতে প্রযোজক ও কলাকুশলীরা হতাশা প্রকাশ করেন। প্রযোজক শাহরিয়ার করিম ভুইয়া টিপু সুলতানসহ কয়েকজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করেন।

নোয়াখালী গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, গোপন সূত্র থেকে তথ্য পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। বেশ কিছুদিন নজরদারির পর মূল অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়। তাকে বনানী থানায় পাঠানো হবে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত