মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫
প্রচ্ছদ্ধরাজনীতিনাহিদের পোস্টের জবাবে উল্টো অভিযোগ করে পোস্ট করলো সায়ের

নাহিদের পোস্টের জবাবে উল্টো অভিযোগ করে পোস্ট করলো সায়ের

spot_img
spot_img

বৃহস্পতিবার নিজের ভেরিফাই ফেসবুক আইডি থেকে একটি পোস্টের মাধ্যমে আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়েন সায়েরের নাম উল্লেখ করে বেশ কয়েকটি অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম।

এর জবাবে আন্দোলনের সময় দুইজন সমন্বয়ক কারফিউ চলাকালীন ডিজিএফআই এর কার্যালয়ে আতিথেয়তা গ্রহন করছিলো বলে অভিযোগ করে পাল্টা পোস্ট করেন সাংবাদিক সায়ের।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে নিজের ভেরিফাই ফেসবুকে এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।

তিনি বলেন, কারো প্রতি আঙুল তুলার আগে, নাহিদের উচিত হবে তার “দলের” দুই নেতাকে জিজ্ঞাসা করা, তার দুই এনসিপি সঙ্গীকে, যে কেন তারা বিপ্লবের সময় যখন কারফিউ চলছিলো, তখন “জনতার মধ্যে” না থেকে ডিজিএফআইয়ের অফিসার্স মেসের ভিআইপি রুমের আতিথেয়তা গ্রহণ করেছিলো, যা গোয়েন্দা সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা আয়োজন করে দিয়েছিলেন।

এসময় তিনি আরো বলেন, তারা কেন সেখানে বসে নিরাপদে পোলাও, চিকেন রোস্ট, এবং শামী কাবাব খাচ্ছিল যখন মানুষ স্বৈরশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলো? এবং শুধুমাত্র যখন “সমন্বয়কদের” গ্রেপ্তার করে ডিবি কার্যালয় নেয়া হয়,তখন ওই দুইজন ডিজিএফআই কর্তৃপক্ষকে অনুরোধ তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করতে, যাতে তারাও বাকি সমন্বয়কদের সাথে যুক্ত হতে পারে এবং এতে তাদের “লাইমলাইটে” আসাটা সহজ হবে।

পরে তাদের অনুরোধের প্রেক্ষিতে ওই দুইজনকে কালাবাগান এলাকায় ছেড়ে দেওয়া হয়, যেখান থেকে ডিবি পুলিশ তাদের তুলে নেয়।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত