বুধবার, মার্চ ১২, ২০২৫
প্রচ্ছদ্ধজাতীয়নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

spot_img
spot_img

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আলম।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

গতকাল মো. নাহিদ ইসলাম পদত্যাগ করার পর মাহফুজ আলম তার স্থলাভিষিক্ত হচ্ছেন বলে আলোচনা শুরু হয়।

মাহফুজ আলম গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে তিনি তখন কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে, অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায়, ২৮ আগস্ট, তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক মাহফুজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পতিত হাসিনা সরকারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তাকে এই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিহিত করেন। গণ-অভ্যুত্থান-পরবর্তী ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সমন্বয়ের জন্য গঠিত লিয়াজোঁ কমিটিরও তিনি সমন্বয়ক ছিলেন।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত