বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারবিরোধী যে সংগ্রাম হয়েছে, তা অনেকেই দ্বিতীয় স্বাধীনতা বলে অভিহিত করেন। কিন্তু প্রকৃতপক্ষে, বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। আজকের স্বাধীনতা দিবসই প্রমাণ করে যে একাত্তরের মুক্তিযুদ্ধই একমাত্র স্বাধীনতা।’
তিনি আরও বলেন, ‘যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলেন, তারা মূলত আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চান। কারণ, একাত্তরের মুক্তিযুদ্ধে তাদের কোনো অবদান ছিল না। তাই আমি বলব, তারা যেন এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন এবং স্বাধীনতা দিবসের প্রকৃত মর্যাদা রক্ষা করেন।’
বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকাল সোয়া আটটার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা আব্বাস।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা সেটিই বিশ্বাস করতে চাই এবং কোনো ধরনের সংশয় রাখতে চাই না।’
নির্বাচন সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলই প্রতিপক্ষ হিসেবে কাজ করে। আমরা বিশ্বাস করি, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।’ তবে যদি নির্বাচন না হয়, তাহলে বিএনপির পরবর্তী করণীয় কী হবে—এই প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘এ নিয়ে এখনই কিছু বলা যাবে না, সময় এলে তা দেখা যাবে।’
