বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
প্রচ্ছদ্ধসর্বশেষঢাবি এলাকায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাবি এলাকায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার

spot_img
spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এলাকার কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন গণিত ভবন এলাকার এক মেহগনি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) সকালে খোঁজ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় শাহবাগ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে পথচারীরা ওই গাছের ডালে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের ধারণা আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ভবঘুরে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, ‘এখানে আমাদের কোনো কাজ নেই। তার পরও ওসিকে বলে রেখেছি পোস্টমর্টেমের রিপোর্ট ও নিহতের নাম-পরিচয় আমাদের জানিয়ে রাখতে।

এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর খালিদ বলেন, ‘আপাতত মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত