বুধবার, আগস্ট ২০, ২০২৫
প্রচ্ছদ্ধরাজনীতিঢাবিতে হল রাজনীতি নিষিদ্ধ হলেও ছাত্রদলের কমিটি বহাল থাকবে: রাকিব

ঢাবিতে হল রাজনীতি নিষিদ্ধ হলেও ছাত্রদলের কমিটি বহাল থাকবে: রাকিব

spot_img
spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে রাজনীতি নিষিদ্ধের দাবি থাকলেও ছাত্রদল ঘোষিত হল কমিটিগুলো বহাল থাকবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ছাত্রদলের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

রাকিব বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিশ্ববিদ্যালয় পর্যায় এবং ডাকসুকে কেন্দ্র করে ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণের বিষয়ে উপাচার্যের সঙ্গে তাদের আলোচনা হয়েছে।

তিনি জানান, কারা সাইবার বুলিং করছে, গুপ্ত ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করছে ও অপসংস্কৃতির জন্ম দিচ্ছে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে বলে তাদের আশ্বস্ত করেছে। এ সময় তিনি স্পষ্ট করেন যে, ছাত্রদলের হল কমিটিগুলো বহাল থাকবে।

এর আগে, ৯ আগস্ট ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখার নতুন কমিটি ঘোষণা করে। একই রাতে বিভিন্ন ছাত্র সংগঠনের কমিটি ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ ক্যাম্পাসে বিক্ষোভ করে এবং উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়।

বিক্ষোভের মুখে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান হলে রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়ে বলেন, ২০২৪ সালের ১৭ জুলাই নেওয়া সিদ্ধান্তই বহাল থাকবে এবং প্রতিটি হল প্রশাসন নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেবে।

রাকিব জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন হলে গুপ্ত ছাত্র রাজনীতির বিষয়ে অনীহা দেখিয়েছে এবং তা বন্ধে কাজ করবে বলে জানিয়েছে। সচেতন ছাত্র সংগঠন হিসেবে তারা প্রশাসনের সঙ্গে আছেন।

ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে গুপ্ত রাজনীতির অভিযোগ এনে তিনি বলেন, ছাত্রলীগ যেমন হল দখল করেছিল, ছাত্রশিবিরও গুপ্ত রাজনীতির মাধ্যমে দখল করছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপে ছাত্রদলকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে, যা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

ছাত্রলীগের চিহ্নিত নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, শনিবারের মধ্যেই হয়তো গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ, হলে ছাত্র রাজনীতির প্রকৃতি এবং নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে প্রশাসনের আপডেট পাওয়া যাবে। বর্তমানে ছাত্রদল ‘মব’ ও সোশ্যাল মিডিয়ায় মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত