মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫
প্রচ্ছদ্ধরাজনীতিঢাকা আন্দোলন প্রত্যাহার করলে আমরা চট্টগ্রামকে কেন্দ্র করে আন্দোলন চালিয়ে নিয়ে যাবো

ঢাকা আন্দোলন প্রত্যাহার করলে আমরা চট্টগ্রামকে কেন্দ্র করে আন্দোলন চালিয়ে নিয়ে যাবো

spot_img
spot_img

আন্দোলনে চট্টগ্রামের কৃতিত্ব তুলে ধরে এবং ঢাকা আন্দোলন প্রত্যাহার করলে চট্টগ্রাম আন্দোলন চালিয়ে যেতো নিজের ফেসবুকে একটি পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী সিয়াম ইলাহি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নাহিদ ইসলাম চলমান রাজনৈতিক অঞ্চলে আলোচনার উপর ভিত্তি করে চট্টগ্রামের কৃতিত্ব তুলে ধরে ফেসবুক পোস্ট করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, গণ-অভ্যুত্থানের পরেই যখন আমরা বিভিন্ন পলিসি মেকিং এ থাকতে চাইলাম তখন ঢাকা অত্যন্ত সুকৌশলে আমাদের বীর চট্টলাকে বাদ দিলো। অথচ,আন্দোলনের আতুড়ঘর ছিল বীর চট্টলা। আন্দোলন পুলিশের গুলির সামনে বুক পেতে দাঁড়াতে পেরেছিল সবার আগে বীর চট্টলা। ছাত্রলীগকে সর্বপ্রথম প্রতিহত ও করেছিল বীর চট্টলা।

তিনি আরো লেখেন, ঢাকা থেকে আন্দোলন প্রত্যাহার করবে এমন একটা খবর হঠাৎ আসলে চট্টগ্রামের আমরা ১৬/১৭ জন সমন্বয়ক সাফ জানিয়ে দিয়েছিলাম “লাশের উপর দিয়ে কোনো আপোষ নয়,ঢাকা আন্দোলন প্রত্যাহার করলে আমরা চট্টগ্রামকে কেন্দ্র করে আন্দোলন চালিয়ে নিয়ে যাবো”। পুরো গণ-অভ্যুত্থানে ঢাকার পর চট্টগ্রাম যে ভূমিকায় ছিল তা আর কোথাও দেখা যায়নি। সরকার গঠন প্রক্রিয়া থেকে শুরু করে নানান কার্যক্রম নিয়ে আলাপে চট্টগ্রাম কে বাদ দেওয়া হয়েছে। ঢাবি কেন্দ্রীক একটা সিন্ডিকেট সব কিছু নিজেদের আধিপত্যে নিতে শুরু করলো তারপরে সবকিছুতে আমাদের আর কোনো পরামর্শ নেওয়া হয়নি। তারা একক সিদ্ধান্ত নিয়েছে। আরো অনেক অজানা কথা জানা আছে যা বললে ঢাকা এবং চট্টগ্রামের বড় বড় অনেক বিপ্লবী নেতার পেন্ট খুলে যাবে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত