বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ-এই পাঁচ মহাতারকাকে একসঙ্গে বলা হয় পঞ্চপাণ্ডব। তবে শনিবার হায়দরাবাদে বাংলাদেশের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি নিজের শেষ ম্যাচ খেলার মধ্য দিয়ে সমাপ্তি হয়েছে এ ফরম্যাটে পঞ্চপাণ্ডব যুগের। তাতে দেশের ক্রিকেটের একটি স্বর্ণ যুগের ইতি ঘটল। শেষ ম্যাচের আগে মাহমুদউল্লাহ পেয়েছেন বিদায় সংবর্ধনা, মাঠে নামার পর শান্তদের পক্ষ থেকে পেয়েছেন গার্ড অব অনারও। যদিও তার বিদায়টা সুখকর হয়নি। বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানেই। সিরিজে হয়েছে ধবলধোলাই
২০০৭ সাল থেকে শুরু হয় বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অধ্যায়। এরপর গেল ১৭ বছরে এই তারকারা নিজেদের রং ছড়িয়েছেন, সাক্ষী হয়েছেন বিভিন্ন সাফল্যের। তবে সময়ের সঙ্গে সঙ্গে বয়সও বেড়েছে ক্রিকেটারদের তার ভারে ছন্দ পতন হয়েছে মাঠেও। তাতে এই তারকাদের মধ্য থেকে একে একে কুড়ি ওভারের ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন। সবশেষ ভারত সফরে টি-টোয়েন্টি ফরম্যাটে দলে পঞ্চপাণ্ডবের মধ্য থেকে ছিলেন কেবল মাহমুদউল্লাহ-ই। তিনিও শেষম্যাচ খেলে ফেললেন।
গতকাল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটিই ছিল তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ। বাংলাদেশ দলের অন্যতম এই অলরাউন্ডারকে সম্মান জানাতে বিশেষ সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ শুরুর আগে মাঠে যখন খেলোয়াড়রা গা গরম করতে নামেন ঐ সময় অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে দলের খেলোয়াড়, কোচিং স্টাফরা, উপস্থিত ছিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবালও। এসময় মাহমুদউল্লাহর হাতে সংবর্ধনা স্বরূপ ক্রেস্ট তুলে দেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরে ম্যাচ শুরুর আগে বাউন্ডারি লাইনে দলের খেলোয়াড়রা মাঠেপ্রবেশের আগে গার্ড অব অনার দেন সাবেক এই অধিনায়ককে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে গতকালকের ম্যাচসহ মাহমুদউল্লাহ খেলেছেন ১৪১ ম্যাচ। যা এই ফরম্যাটে দেশের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ। এছাড়া বিশ্ব ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ। এই তালিকায় সবার ওপরে আছেন ভারতীয় হিটম্যান রোহিত শর্মা, তিনি খেলেছেন ১৫৯ ম্যাচ। দ্বিতীয়তে রয়েছে আয়ারল্যান্ডের পল স্টার্লিং, তিনি খেলেছেন ১৪৭ ম্যাচ। তৃতীয় স্থানে মাহমুদউল্লাহর সঙ্গে যৌথ ভাবে রয়েছেন আয়ারল্যান্ডের আরেক ক্রিকেটার জর্জ ডকরেল। এদিকে দেশের ক্রিকেটে সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার তালিকায় মাহমুদউল্লাহর পরেই রয়েছেন সাকিব আল হাসান (১২৯ ম্যাচ), তার পরে মুস্তাফিজুর রহমান (১০৬ ম্যাচ)। পঞ্চপাণ্ডবের মধ্যে এই ফরম্যাটে সবার আগে বিদায় নিয়েছিলেন
মাশরাফি বিন মর্তুজা। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ চলাকালেই হুট করে ম্যাচ শুরু হওয়ার আগে মাশরাফি ঘোষণা দেন যে, ঐ দুই ম্যাচ সিরিজের পর তিনি আর টি-টোয়েন্টি খেলবেন না। এরপর অভিমান করে ২০২২ সালে মুশফিকুর রহিম ও তামিম ইকবাল অবসরের ঘোষণা দেন। বাকি ছিল শুধু সাকিব এবং মাহমুদউল্লাহ। তবে এই সফরেই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে টেস্ট ও টি-টোয়েন্টিতে অবসরের ঘোষণা দেন সাকিবও। আর পাণ্ডবদের সবশেষ সদস্য হিসেবে গতকালকের ম্যাচ দিয়ে অবসর নিলেন মাহমুদল্লাহ। তিনি ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি- টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পরই ঘোষণা দেন কুড়ি ওভারের এই ফরম্যাটকে বিদায় জানানোর।