মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
প্রচ্ছদ্ধসংবাদজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও পদ ছাড়লেন মীর স্নিগ্ধ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও পদ ছাড়লেন মীর স্নিগ্ধ

spot_img
spot_img

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

স্নিগ্ধ এখন ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর।

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বড় ভাই। গত বছরের ১২ সেপ্টেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের ঘোষণা দেওয়া হয়। তখন স্নিগ্ধকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়েছিল। পরবর্তীতে ২১ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমকে সাধারণ সম্পাদক করা হয়, এবং স্নিগ্ধকে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, সারজিস আলম গত জানুয়ারিতে ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়ে দেন। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে কাজ করছেন।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত