সোমবার, আগস্ট ১৮, ২০২৫
প্রচ্ছদ্ধজাতীয়জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ৫ আগস্ট প্রকাশ: প্রেস উইং

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ৫ আগস্ট প্রকাশ: প্রেস উইং

spot_img
spot_img

অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় গণঅভ্যুত্থানে সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে তা উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও একই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র এখন আর প্রত্যাশা নয়, বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই এটি প্রকাশিত হবে। দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক সংকট বিদ্যমান ছিল, তা থেকে উত্তরণের পথ সুগম করতে যারা ভূমিকা রেখেছেন, সবাইকে ধন্যবাদ।”

গত বছরের জুলাইয়ে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে এই ঘোষণাপত্র একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়।

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া সম্প্রতি বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।

এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন একাধিক দফা আলোচনা ও মতবিনিময় করেছে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত