জামালপুরের দেওয়ানগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে দেওয়ানগঞ্জ-ইসলামপুর সড়কের খরমা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সাইদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের প্রভাবে দরিদ্রদের অর্থ আত্মসাতসহ নানা অপকর্ম করেছে। এ কারণে তিনি ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন। তাই ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। দ্রুত আওয়ামী লীগের এই চেয়ারম্যানকে অপসারণ করে নতুন দ্বায়িত্ব দেওয়ার দাবি জানান তারা।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ, ইউনিয়নের সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী, সহ সভাপতি শামীম আহমেদ ও বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক।