মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
প্রচ্ছদ্ধরাজনীতিজামায়াতের সংলাপ বয়কট: লন্ডন বৈঠক নিয়ে ক্ষোভ

জামায়াতের সংলাপ বয়কট: লন্ডন বৈঠক নিয়ে ক্ষোভ

spot_img
spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে। শুধু বিএনপির সঙ্গে আলোচনা করে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঠিক করার প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবিধান সংস্কার নিয়ে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়। তিন দিনের এই সংলাপে ৩০টি রাজনৈতিক দল ও জোটকে আমন্ত্রণ জানানো হয়। বিএনপি, এনসিপিসহ অনেক দল অংশ নিলেও জামায়াত উপস্থিত হয়নি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ বলেন, “একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময় নির্ধারণ করায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এর প্রতিবাদে আমরা সংলাপে যাইনি। সরকার তাদের অবস্থান পরিষ্কার করবে বলে আশা করি।”

জামায়াত সূত্রে জানা গেছে, মঙ্গলবারের সংলাপ বয়কট প্রতীকী প্রতিবাদ। বুধবার থেকে তারা আলোচনায় ফিরতে পারে। একজন নেতা জানান, “কমিশন জামায়াতের অনুপস্থিতির কারণ জানতে চাইলে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করব। কমিশনের জবাব সন্তোষজনক হলে আমরা সংলাপে ফিরব।”

সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের পরিকল্পনা করলেও বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে চাপ সৃষ্টি করছিল। এপ্রিলে নির্বাচনের ঘোষণাও তারা প্রত্যাখ্যান করেছিল।

১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। তারা জানায়, সংস্কার ও বিচারের অগ্রগতির ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব।

জামায়াত এই বৈঠক ও যৌথ বিবৃতির সমালোচনা করে বলে, এটি রাজনৈতিক রীতিনীতির ব্যতিক্রম। প্রধান উপদেষ্টার একটি দলের প্রতি পক্ষপাত প্রকাশ পেয়েছে, যা তাঁর নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। ১৪ জুন জামায়াত বলে, একটি দলের সঙ্গে যৌথ বিবৃতি দেওয়া নৈতিকভাবে সঠিক নয়। এতে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। জামায়াত আশা করে, সরকার নিরপেক্ষ থেকে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করবে এবং সংশয় দূর করবে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত