শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
প্রচ্ছদ্ধসংবাদ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে জাতীয় স্মৃতিসৌধ থেকে আটক ৩

‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে জাতীয় স্মৃতিসৌধ থেকে আটক ৩

spot_img
spot_img

স্বাধীনতা দিবসে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদের মহাসচিব সেলিম রেজা (৪৫), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদের সদস্য মো. শহিদুল ইসলাম (৪৮) এবং আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার বাসিন্দা মো. সোহেল পারভেজ (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফিরে যাওয়ার সময় প্রায় ৫০ জনের একটি দল লাল পতাকা হাতে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দেয়। এতে আশপাশের লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের ধাওয়া দেয় এবং কয়েকজনকে মারধর করে। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আওয়ামী লীগের কর্মী সন্দেহে তিনজনকে আটক করে।

আটকের বিষয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, “২৬শে মার্চ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে তারা ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছিলেন। এ কারণে তাদের আটক করে থানায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তিরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।”

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত