চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ২১ জনকে আটক করেছে পুলিশ। তবে যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম। এর আগে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মুন্টুকে চুরির মামলায় আটক করে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যাচ্ছিল গোমস্তাপুর থানা পুলিশ। এ সময় পথে গতিরোধ করে পুলিশ সদস্যদের মারধর করে মনিরুলকে ছিনিয়ে নেয় তার লোকজন। এছাড়াও সিএনজিচালিত অটোরিকশাটি ভাঙচুর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় সন্দেহজনক ২১ জনকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে ৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের নাম এখনি প্রকাশ করা হচ্ছে না।