চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, তাঁর মেয়ে, ভাইসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। খুন করে লাশ গুম করার ভয় দেখিয়ে জমি লিখে নিয়ে তিন কোটি ১৩ লাখ টাকা পরিশোধ না করায় এই মামলা করেন এম সাইফুদ্দিন সৈয়দ নামের এক ব্যক্তি। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন তিনি।
তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন রেজাউল করিম চৌধুরীর মেয়ে সাবিহা তাসনিম তানিম, সাবেক মেয়রের ভাই নুরুল করিম চৌধুরী, মাহমুদুর রহমান চৌধুরী, টিপু রহমান ও নজরুল ইসলাম অপু।