মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
প্রচ্ছদ্ধসারাদেশচসিকের সাবেক কাউন্সিলর জসিম ঢাকায় গ্রেপ্তার

চসিকের সাবেক কাউন্সিলর জসিম ঢাকায় গ্রেপ্তার

spot_img
spot_img

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) রাতে ঢাকা থেকে চট্টগ্রামের আকবর শাহ থানা পুলিশ তাকে আটক করে বলে জানা গেছে।

উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসিমকে গত ২২ জানুয়ারি সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরিবেশ আইন বিশেষজ্ঞ সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা ও হুমকি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে ১ নম্বর আসামি করা হয়।

গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে নগরীর এ কে খান মোড়ে গ্রিন গুলবাহার টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে জহুরুল আলম জসিমের স্ত্রী তাসলিমা বেগমকে আটক করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় ১৮ ফেব্রুয়ারি তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত