চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রেলওয়ের জায়গার উপর নির্মিত একটি দোকান দখল নিয়ে দোকানের মালিক শাহিনের সাথে সংঘর্ষ বাধে। পরবর্তিতে সংঘর্ষটিকে ছাত্রলীগ ও সাধারন ছাত্রদের উপর হামলার গুজব ছড়িয়ে পড়ে।
সোমবার (২১ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে এই সংঘর্ষটি বাধে পরবর্তিতে গুজব টি ছড়িয়ে পড়ে।
চবি প্রক্টর ড. তানভীর একটি প্রেস ব্রিফিং এ জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের মধ্যে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। রেলওয়ের জায়গায় নির্মিত একটি দোকান দখলকে কেন্দ্র করে দোকান মালিক শাহীনের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। এসময় গোলাগুলির ঘটনাও ঘটে।
তবে এই ঘটনাকে বিশ্ববিদ্যালয়ে হামলা বলে গুজব ছড়িয়েছে শিক্ষার্থীদের একটি পক্ষ। আবার এই ঘোষণা শুনে স্থানীয়দের একটি পক্ষ গুজব ছড়িয়েছে শিক্ষার্থীরা স্থানীয়দের ওপর হাম+লা করতে আসছে। এই গুজব শুনে স্থানীয়রা এক নম্বর সড়কে ব্যারিকেড দেয়।
এই নিয়ে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আলোচনার মাধ্যমে ব্যারিকেড তুলে নেয়।