বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
প্রচ্ছদ্ধরাজনীতিচট্টগ্রাম নগর বিএনপি ও সেচ্ছাসেবক দলের দুইজন বহিস্কার

চট্টগ্রাম নগর বিএনপি ও সেচ্ছাসেবক দলের দুইজন বহিস্কার

spot_img
spot_img

চট্টগ্রাম নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এসকে খোদা তোতন ও খুলশী থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৭অক্টোবার) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবু বকর রাজু স্বাক্ষরিত যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা নগরের খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ছয়জন আহত হন।

পুলিশ ও বিএনপি সূত্র বলছে, এলাকার চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তারের জেরে খুলশী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক ও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমের অনুসারীরা সংঘর্ষে জড়ায়। ওমর ফারুক নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতনের অনুসারী।

এ ব্যাপারে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। ঘটনা কেন ঘটেছে, কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত