বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
প্রচ্ছদ্ধসারাদেশচট্টগ্রাম ইপিজেডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ

চট্টগ্রাম ইপিজেডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ

spot_img
spot_img

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, একটি নির্মাণাধীন কারখানার মধ্যে তিনজন শিশু ঢুকেছিল। নির্মাণ শ্রমিকরা চোর ভেবে তাদের মারধর করে। দুইজন ওখান থেকে বের হলেও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেখানে এক শিশুকে জবাই করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকরা নির্মাণ শ্রমিকদের মারধর করে।

ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় নৌবাহিনীর গাড়ি থেকে সদস্যরা নেমে কারখানার শ্রমিকদের থামানোর চেষ্টা করে। কিন্তু কারখানা শ্রমিকরা নৌবাহিনীর সদস্যদের ওপরও চড়াও হন। পরে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের সুপার মো. সুলাইমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

জানতে চাইলে নগর পুলিশের বন্দর অঞ্চলের উপকমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, এটি মূলত নির্মাণ ও পোশাকশ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব। নির্মাণাধীন কারখানায় চোর ঢুকে পড়ায় তাঁদের মারধর করেন নির্মাণশ্রমিকেরা।

পরে নির্মাণশ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িও ভাঙচুর করা হয়।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত