চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় একটি বাস আর মাইক্রোবাসের মধ্যে ধাক্কা লেগে আরও তিনজন মারা গেছেন। এতে এই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা হয়েছে ১০। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন।
এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায়। তবে যারা মারা গেছেন, তাদের নাম বা পরিচয় এখনো জানা যায়নি।
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান এই খবর নিশ্চিত করেছেন।
একজন বাসযাত্রী যিনি ঘটনাটি দেখেছেন, তিনি বলেন, বুধবার সকালে চট্টগ্রামের দিকে যাওয়া রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চালক বারবার বাস থামানোর চেষ্টা করেন। কিন্তু তখনই কক্সবাজারের দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সামনাসামনি ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসে থাকা সাতজন যাত্রী ঘটনার জায়গাতেই মারা যান।
এর আগে, ঈদের দিন সোমবার একই জায়গায় দুটি বাসের মধ্যে সামনাসামনি ধাক্কায় ৫ জন মারা গিয়েছিলেন। আর গতকাল মঙ্গলবারও সেই একই এলাকায় দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ৮ জন আহত হয়েছেন।
