চট্টগ্রামে বিপিএল এর ট্রফি উম্মোচন ও চট্টগ্রাম বিপিএল এর পর্বের উদ্বোধনে সাংবাদিকদের সাথে বাকবিতন্ডতা, অশালীন আচরন ও গণমাধ্যমের ক্যামেরা হাত দেয় রেডিসন ব্লু কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের রেডিসন ব্লু তে প্রেস কনফারেন্স এর ডাক দেন চিটাগং কিংস।
এসময় সাংবাদিকদের হোটেল অভ্যন্থরে প্রবেশে বাধা প্রদান করেন হোটেলের কাজ করা নিরাপত্তা কর্মিরা। বাকবিতন্ডার এক পর্যায়ে মফিজ নামে রেডিসন ব্লু এর এক কর্মচারি সাংবাদিকদের “চুরি করে ভিতরে প্রবেশ করার” অপবাদ দেয়।
এরপরে রেডিসন ব্লু এর জৈষ্ঠ কর্মচারিরা ক্ষমা চাইলে বিষয়টি ঐখানে মিমাংস হয়ে যায়।
পরবর্তীতে ট্রফি উম্মোচন করার সময়কালে সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দাড়ালে আবারো সাংবাদিকদের সাথে বাকবিতন্ডায় জরায় মফিজ সহ আরো কয়েকজন কর্মকর্তা।
এক পর্যায়ে সায়েদ নামক এক গণমাধ্যম কর্মি সহ বেশ কয়েকটি গণমাধ্যমের ক্যামেরা ধাক্কা দেয় মফিজ সহ আরো কিছু কর্মকর্তারা।
পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম কিংস এর মালিক সামির চৌধুরী বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং রেডিসন ব্লু কর্তৃপক্ষকে ক্ষমা চেতে বলেন।
এই বিষয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানায় গণমাধ্যম কর্মিরা।
তারা বলেন, এমন একটি বড় ৫ তারকা হোটেলের কর্মকর্তাদের সাংবাদিকদের প্রতি এহেন আচরণ নিন্দনীয়। এটি অপেশাদারিত্বের আচরন। যতকিছুই হোক গণমাধ্যম কর্মিদের ক্যামেরাতে হাত দেয়ার অধিকার কারোরেই নেই। অসভ্য আচরণের জন্য অবশ্যই রেডিসন ব্লু কর্তৃপক্ষকে অফিসিয়ালি ক্ষমা চাওয়া উচিৎ।
অপরদিকে রেডিসন কর্তৃপক্ষ বলেন, আমাদের কাছে সাংবাদিকদের ভিতরে প্রবেশ করানোর কোন নির্দেশনা ছিলো না বা আমাদের কে পূর্ব ঘোষিত কিছু বলা হয় নি তাই আমরা সাংবাদিকদের আসতে বাধা দেই এতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার,
বাংলা আপডেট