রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
প্রচ্ছদ্ধবিনোদনচট্টগ্রামে বাধার মুখে শো-রুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন

চট্টগ্রামে বাধার মুখে শো-রুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন

spot_img
spot_img

‘ব্যবসায়ী-তাওহীদি জনতা’র ব্যানারে একদল মানুষের বাধার মুখে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম নগরীর আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। সেজন্য আগেভাগেই চট্টগ্রামে আসেন তিনি। তবে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় ওই শো-রুমটি উদ্বোধন করতে যাননি তিনি।

এ বিষয়ে খুকি লাইফ স্টাইল শো-রুমের ম্যানেজার ইমদাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত কারণে উনি আসতে পারেননি। ওনাকে ছাড়াই উদ্বোধন হয়েছে। এখন আর কিছু বলতে পারছি না।’

কাদের বাধার মুখে আসতে পারেননি অভিনেত্রী- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আমি সঠিক বলতে পারব না। এটা ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে।’

উদ্বোধন অনুষ্ঠানে আসা ওসমান নামে একজন অতিথি বলেন, ‘বিষয়টা হচ্ছে উনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে। তবে বিস্তারিত জানি না। যে কারণে চট্টগ্রামে এসেও শেষ পর্যন্ত শো-রুম উদ্বোধনে আসেননি তিনি। ওনাকে ছাড়াই উদ্বোধন করতে হয়েছে।’

এর আগে ‘খুকি লাইফস্টাইল’ শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওবার্তা দিয়েছিলেন চট্টগ্রামেরই মেয়ে মেহজাবীন চৌধুরী। এসময় চট্টগ্রামের সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগের কথা জানান তিনি।

অভিনেত্রীর এই ঘোষণা আসার পর থেকে শহরজুড়ে শুরু হয় নানা আলোচনা। মেহজাবীনকে দিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার ব্যানারে।

সেই ব্যানারটি রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন। যেখানে লেখা ছিল, চিত্রনায়িকা মেহজাবিন চৌধুরীকে নিয়ে উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শো-রুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে ব্যবসায়ী ও তাওহীদি জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক পাঠিত