শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
প্রচ্ছদ্ধসারাদেশচট্টগ্রামে বকেয়া বেতন পরিশোধ না করেই কারখানা বন্ধ, শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রামে বকেয়া বেতন পরিশোধ না করেই কারখানা বন্ধ, শ্রমিকদের সড়ক অবরোধ

spot_img
spot_img

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জেএমএস গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। শনিবার (২২ মার্চ) সকাল ১০টা থেকে নগরের ফ্রিপোর্ট এলাকায় এই বিক্ষোভ শুরু হয়। পরে পুলিশের সঙ্গে সমঝোতার পর দুপুর ১টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানাটি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত।

সড়ক অবরোধের কারণে নগরের ফ্রিপোর্ট মোড় থেকে স্টিল মিল পর্যন্ত ব্যাপক যানজট সৃষ্টি হয়, যা বন্দর ও পতেঙ্গার সঙ্গে যোগাযোগ ব্যাহত করে। বিভিন্ন কনটেইনার ডিপো থেকে বের হওয়া পণ্যবাহী ট্রাক-লরিগুলোও যানজটে আটকে পড়ে।

শ্রমিকদের একজন, নুরুল ইসলাম, জানান, “আমরা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন পাইনি, পাশাপাশি ঈদ বোনাসও বকেয়া রয়েছে। সকালে কারখানায় এসে দেখি, কোনো বেতন পরিশোধ ছাড়াই ৪৫ দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা সড়ক অবরোধ করেছি।”

পুলিশের তথ্য অনুযায়ী, সকালে কারখানায় গিয়ে শ্রমিকরা দেখতে পান, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া মালিকপক্ষ প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এতে তারা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমে পড়েন।

এ বিষয়ে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক আবদুস সোবহান জানান, “জেএমএস গার্মেন্টসের মালিকপক্ষ ৪৫ দিনের জন্য কারখানা বন্ধ রেখেছে, তবে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত