বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
প্রচ্ছদ্ধসারাদেশচট্টগ্রামে দিনে-দুপুরে সালাম দিয়ে ছিনতাই, একজন গ্রেপ্তার

চট্টগ্রামে দিনে-দুপুরে সালাম দিয়ে ছিনতাই, একজন গ্রেপ্তার

spot_img
spot_img

চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় সালাম দিয়ে পথ আটকে ছিনতাইয়ের ঘটনায় মো. শাকিল আহম্মদ ওরফে সাজু (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) ভোররাতে হামজারবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরে এক ব্যক্তি ষোলশহর থেকে নন্দনকানন যাওয়ার পথে এই ছিনতাইয়ের শিকার হন।

দুই নম্বর গেট এলাকায় দুই ব্যক্তি সালাম দিয়ে তার রিকশা থামায় এবং ছুরির ভয় দেখিয়ে ৫০০ টাকা ছিনিয়ে নেয়। পথচারীরা এগিয়ে আসার আগেই তারা পালিয়ে যায়।

এ ঘটনায় প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হামজারবাগ এলাকা থেকে মো. শাকিল আহম্মদকে গ্রেপ্তার করা হয়। এখনো পলাতক থাকা মো. আলমগীরকে ধরতে অভিযান চলছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত