মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
প্রচ্ছদ্ধরাজনীতিচট্টগ্রামে চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় মহানগর ছাত্রদলের আহ্বায়ক কে শোকজ

চট্টগ্রামে চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় মহানগর ছাত্রদলের আহ্বায়ক কে শোকজ

spot_img
spot_img

চট্টগ্রামের কালবেলার রিপোর্টার আমজাদ হোসেন হৃদয়ের বাবা আজিম গ্রুপের গার্মেন্টস এর সিনিয়র সুপারভাইজার শফিউল আলমকে অপহরণ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করার ঘটনা জানার পরেও কোন ব্যবস্থা না নেয়ায় মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাইফুল আলমকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে

শনিবার (২৬ এপ্রিল) রাতে ঘটনার পর পর কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গির আলম সাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ টি পাঠানো হয়।

নোটিশটিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম মহানগর শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত