শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
প্রচ্ছদ্ধসারাদেশচট্টগ্রামে চাঁদাবাজি করার সময় জাতীয় নাগরিক কমিটির দুই প্রতিনিধিকে গ্রেফতার

চট্টগ্রামে চাঁদাবাজি করার সময় জাতীয় নাগরিক কমিটির দুই প্রতিনিধিকে গ্রেফতার

spot_img
spot_img

চট্টগ্রামের মহানগরীর ইপিজেড এলাকার বে শপিং সেন্টারের সামনের হকারদের থেকে চাঁদাবাজি করার সময় জাতীয় নাগরিক কমিটি ইপিজেড থানার দুই প্রতিনিধিকে ধরে পুলিশে দেয় স্থানীয় ব্যবসায়ী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে চাঁদা নেয়ার সময় তাদের করে ধরে থানায় সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত দুইজন জাতীয় নাগরিক কমিটি ইপিজেড থানার ১ নাম্বার প্রতিনিধি আসাদুজ্জামান রাফি ও ৩২ নাম্বার প্রতিনিধি আব্দুল কাদের ইমন।

জানা যায়, বিগত ৭-৮ মাস ধরে তারা বিভিন্ন হকারদের থেকে দৈনিক এবং মাসিক হিসেবে চাঁদা নিতো। এতোদিন ধরে সবাই চুপ থাকলেও কালকে তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইপিজেড থানার প্রতিনিধিসহ তাদেরকে ধরে থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে ইপিজেড থানার ওসি আক্তারুজ্জামান জানান, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরেই তাদের কে গ্রেফতার করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে মামলা রজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত